alorsangbad com
- ১০ অক্টোবর, ২০২৩ / ৬৫ বার পঠিত
পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের পীরগঞ্জে ৭ নং বড় আলমপুর ইউপির শ্যামদাসের পাড়া নামক গ্রামে জুয়া খেলার সময় পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আনোয়ারুল ইসলাম নির্দেশে ও সঙ্গীয় ফোর্স সহ অভিযান পরিচালনা করে হাতে নাতে জুয়া খেলা অবস্থায় ০৫ জনকে হাতেনাতে গ্রেফতার করেছে পীরগঞ্জ থানা পুলিশ । জুয়া খেলার সরঞ্জাম হিসেবে ২ সেট তাস, ০২টি প্লাস্টিকের বস্তা, ০১ টি নীল রঙ্গের পলিথিনের মাদুর, নগদ দুই হাজার সত্তর টাকা, ০৪টি মোবাইল ফোন জব্দ করে। তাদের বিরুদ্ধে পীরগঞ্জ থানায় জুয়া আইনের ৩/৪ ধারায় মামলা হয়। অপরদিকে রংপুর রেঞ্জ ডিআইজি মহোদয়ের নির্দেশনায় এবং পুলিশ সুপারের সহযোগিতায় পীরগঞ্জ থানা পুলিশের অফিসার ও ফোর্স রাজধানী ঢাকা, গাজীপুরসহ দেশের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ০১ জন সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামীসহ মোট ০৭ জন ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার করে। এছাড়াও পীরগঞ্জ থানার নিয়মিত মামলায় গ্রেফতার ০২ জন আসামী সহ সর্বমোট ১৪ জন আসামীকে মঙ্গলবার রংপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।