শনিবার, ২৯ মার্চ ২০২৫, ১১:৩৮ অপরাহ্ন
স্টাফ রিপোর্টারঃ রংপুরের পীরগঞ্জে চোরাই গরুসহ সন্দেহ ভাজন রনজু (৩২) নামের এক চোরকে আটকের পর থানা থেকে ছেড়ে দিয়েছে পীরগঞ্জ থানা পুলিশ। গত শনিবার এ ঘটনাটি ঘটেছে। এলাকাবাসী জানায়, গত শুক্রবার প্রত্যুষে একটি ট্রলিতে ৭টি চোরাই গরু নিয়ে উপজেলার বড় আলমপুর ইউনিয়নের ফুটানির বাজার নামক স্থানে সংঘবদ্ধ একটি চক্র ভাগ বাটোয়ারা করে নেয়। এ সময় তাতারপুর গ্রামের তোজাম্মেল হোসেনের পুত্র রেজাউল (৪০), একই গ্রামের গোলাপ মিয়া (৩৮) আরও ২ জন নিজেদের ভাগের গরু স্ব-স্ব বাড়িতে নিয়ে যায়। এদিকে ওই রাতে পার্শবর্তী টুকুরিয়া ইউনিয়নের টিওরমারী গ্রাম থেকে জয়নাল আবেদীনের ৫টি গরু চুরি হয়ে যায়। চুরি যাওয়া গরুর সন্ধানে এসে জয়নাল ও তার লোকজন গোবিন্দগঞ্জ থেকে পৃথক চুরি যাওয়া গরুর সন্ধান লাভ করে। পুরো বিষয়টি কানা-কানির এক পর্যায়ে থানা পুলিশ পর্যন্ত গড়ায়। পীরগঞ্জ থানার দারোগা সাদ্দাম হোসেন গত শনিবার নিজ বাড়িতে রাখা একটি চোরাই গরুসহ রনজুকে আটক করে থানায় নিয়ে আসে। রাতভর দেনদরবার শেষে আটক রনজুকে পীরগঞ্জ থানা থেকে রহস্যজনক কারনে ছেড়ে দেয়া হয়। ফলে গোবিন্দগঞ্জে চুরি যাওয়া এবং পরবর্তীতে তাতারপুর থেকে উদ্ধারকৃত অবশিষ্ট ৬টি গরুর কোন হদিস মেলেনি। এদিকে টিওরমারী গ্রামে চুরি যাওয়া গরু ৫টি এখনও উদ্ধার হয়নি। উল্লেখ্য, উপজেলার বিভিন্ন এলাকায় আশংকাজনক হারে গরু চুরি যাচ্ছে। এ ব্যাপারে পীরগঞ্জ থানার ওসি সরেস চন্দ্র বলেন- রনজু একজন গরু ব্যবসায়ী। আটক গরুটি তার ক্রয় করা । এ বিষয়ে মিঠাপুকুর-পীরগঞ্জের দায়িত্বরত সহকারী পুলিশ সুপার সার্কেল-ডি আরমান হোসেন সাথে কথা হলে তিনি জানান বিষয়টি জেনেছি। তবে তদন্ত চলছে।