শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫, ১১:১৩ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার: রংপুরের পীরগঞ্জে দৈনিক আমার সংবাদ, দৈনিক যুগের আলো পত্রিকার পীরগঞ্জ প্রতিনিধি ও অনলাইন পোটাল দৈনিক আলোর সংবাদ ডটকম পত্রিকার সম্পাদক ও প্রকাশক আব্দুল করিম সরকারকে এনামুল হক নামের এক ঠিকাদার প্রাণ নাশের হুমকি দিয়েছেন। অভিযোগে জানা গেছে গত শনিবার পীরগঞ্জের তুলারামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিলটন সানসাইড ধ্বসে পড়ার খবরটি karim sarker আইডিতে পোষ্ট দেয়। এতে ক্ষিপ্ত হয়ে টুকুরিয়া ইউনিয়নের টিওরমারী গ্রামের আ: লতিফ মাষ্টারের পুত্র এনামুল হক (ঠিকাদার) karim sarker আইডিতে পোষ্ট দিলে ঠিকাদার ওই সাংবাদিকের আইডিতে কু-রুচিপূর্ণ অশ্লীল ভাষায় গালিগালাজ ও প্রাণ নাশের হুমকি প্রদান করেন। সাংবাদিক আব্দুল করিম সরকার বলেন স্থানীয় ভাবে ঠিকাদার প্রভাবশালী হওয়ায় যে কোন সময় আমাকে জানে মেরে ফেলতে পারেন। বর্তমানে আমি ও আমার পরিবারসহ নিরাপত্তাহীনতায় ভুগতেছি। এ ঘটনায় ওই দিন রাতে ঠিকাদারের বিরুদ্ধে থানায় জিডি করেন। জিডি নং- ৭০৭, তাং- ১০/৭/২১ইং। এদিকে গতকাল রবিবার পীরগঞ্জ থানার এসআই ও মামলার তদন্তকারী কর্মকর্তা জামিল বলেন তদন্ত চলছে। তবে তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।