রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৬:০৫ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: মাননীয় প্রধানমন্ত্রী, জাতীয় সংসদের স্পীকার ও প্রধানমন্ত্রীর আইসিটি উদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের ছবি দিয়ে ফেক আইডি খুলে এবং পীরগঞ্জের একাধিক সাংবাদিককে ভুয়া সাংবাদিক বানিয়ে বিভিন্ন ধরণের কু-রুচিপুর্ণ পোস্ট দেওয়ায় পীরগঞ্জ জাগ্রত পরিষদ নামে একটি ভূয়া আইডির বিরুদ্ধে পীরগঞ্জ থানায় সাধারণ ডাইরী হয়েছে বলে থানাসূত্রে খবর পাওয়া গেছে। লিখিত অভিযোগে জানা গেছে, রংপুরের পীরগঞ্জে আলোচিত তরুণ সাংবাদিক আব্দুল করিম সরকারকে নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী, বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় স্পীকার ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র এবং মাননীয় প্রধান মন্ত্রীর সুযোগ্য সন্তান সজীব ওয়াজেদ জয়ের ছবি প্রোফাইল কিংবা কভার পিকচার হিসেবে সংযুক্ত করে রাজনীতিবিদ পরিচয়ে ‘পীরগঞ্জ জাগ্রত পরিষদ’ নামে একটি ভুয়া আইডি খোলা হয়। উক্ত আইডিতে ঢাকা থেকে প্রকাশিত দৈনিক আমার সংবাদ পত্রিকার পীরগঞ্জ প্রতিনিধি ও আলোর সংবাদ, অনলাইন পত্রিকার সম্পাদক আব্দুল করিম সরকারকে ভুয়া সাংবাদিক বানিয়ে বিভিন্ন ধরণের হয়রানী হেওপ্রতিপন্ন ও সমাজের কাছে তার সম্মান ুন্ন করার ল্েয বিভিন্ন ধরনের আপত্তিকর, অশালীন, ভিত্তিহীন তথ্যের ভিত্তিতে ছবিসহ লেখা পোস্ট করা হয় যা মানহানীর সামিল। শুধু তাই নয় পীরগঞ্জ জাগ্রত পরিষদ আইডি থেকে আজাদুল ইসলাম নামের এক সাংবাদিককে নিয়েও এই ধরণের মিথ্যা, বানোয়াট তথ্য লেখা হয়েছে। এ ঘটনায় গত সোমবার আব্দুল করিম সরকার বাদী হয়ে পীরগঞ্জ থানায় সাধারণ ডাইরী করেছেন। যার নং- ৭৫০, তাং- ১৫/০৬/২০২০ইং। অপরদিকে পৃথকভাবে আরও এক সাংবাদিক থানায় জিডি করেছেন। এ ব্যাপারে পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ সরেস চন্দ্র জানান- থানায় জিডি হয়েছে। তবে ওই আইডি ট্র্যাকিং করার দায়িত্ব এসআই সুদীপ্ত শাহিনকে দেওয়া হয়েছে।