শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫, ১১:১৫ পূর্বাহ্ন
পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি ঃ রংপুরের পীরগঞ্জে বউ-শ্বাশুড়ীর দ্বন্দ্বে কীটনাশক পানে আত্মহত্যা করেছেন শ্বাশুড়ী রাবেয়া বেগম (৫০)। রবিবার বিকেলে উপজেলার গোপীনাথপুর গ্রামে রাবেয়ার লাশ দাফন করা হয়েছে। পারিবারিক ও এলাকাবাসীর সুত্রে জানা গেছে, উপজেলার টুকুরিয়া ইউনিয়নের গোপীনাথপুরের আব্দুস সাত্তার মিয়ার স্ত্রী ৪ সন্তানের জননী রাবেয়া বেগম। রাবেয়া বেগমের ছেলে রাজু মিয়ার (৩০) স্ত্রী ছালেহা বেগম (২৫) এর সাথে রান্নার জ্বালানীর গ্যাস নিয়ে বিবাদ শুরু হয়। গত ১ জুলাই পুত্র বধু ছালেহা বেগম গ্যাস দিয়ে বেশি রান্না করায় শ্বাশুড়ী রাবেয়া বেগম কম করে গ্যাস পুড়তে বলে। এ নিয়ে বউ-শ্বাশুড়ীর মধ্যে দ্বন্দ্ব শুরু হলে অভিমানে শ্বাশুড়ী রাবেয়া ঘাস মারা ওষুধ পান করে। রাবেয়ার অবস্থার অবনতি হলে রাতেই তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থা স্থিতিশীল হলে ৩ জুলাই রাতে রাবেয়াকে গ্রামের বাড়ী গোপীনাথপুরে আনা হয়। এরপর অবস্থার অবনতি হলে ওই দিন দুপুরের দিকে রাবেয়া মারা যান। এ ব্যাপারে রাবেয়ার স্বামী আব্দুস সাত্তার মিয়া বলেন, বউ-শ্বাশুড়ীর মাঝে ঝগড়ার জের ধরে আমার বউ (রাবেয়া) ঘাস মারা ওষুধ পান করে। চিকিৎসা করেও তাকে বাঁচানো গেল না। এদিকে পরিবারের কোন আপত্তি না থাকায় ময়না তদন্ত ছাড়াই লাশ দাফন করা হয়েছে। এ ঘটনায় পীরগঞ্জ থানায় ইউডি মামলা হয়েছে।