শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪, ১২:০৭ অপরাহ্ন
পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের পীরগঞ্জে আল-জামিয়াতুল আরাবিয়া তা-লীমুল কুরআন মাদ্্রাসা শুভ উদ্বোধন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে মিঠিপুর ইউনিয়নের একবারপুর পূর্বপাড়ায় প্রধান অতিথি হিসেবে শুভ উদ্বোধন করেন রংপুর জেলা বিএনপির আহবায়ক সাইফুল ইসলাম এতে সভাপতিত্ব করেন মুহাতামিম মাদারগঞ্জ জামিয়া রহমানিয়া হাফিজিয়া মাদ্রাসার হাফেজ রেজাউল করিম, বয়ান ও দোয়া পরিচালনা করেন মুহাতামিম আল-জামিয়াতুল ইসলামিয়া মদিনাতুল উলূম জামতলা মাদ্রাসার মাওলানা রেজাউল করিম বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক মাহমুদুন্নবী পলাশ চৌধুরী সহকারী অধ্যক্ষ রংপুর মেডিকেল কলেজ এর আলহাজ ডাক্তার মোঃ শাহাজাদা পিন্টু, আলহাজ ডাক্তার এস এম খাইরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক শাহিনুজ্জামান শাহিন, মিঠিপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক রায়হান কবির প্রধান, সদস্য সচিব মেহেদী হাসান, সিনিয়র যুগ্ম আহবায়ক জাহিদুল ইসলাম জাহিদ, বিএনপি নেতা আজিজুর রহমান আজিজ, আহসান হাবিব প্রধান, বারি মন্ডল, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আনোয়ার হোসেন রতন, যুব দলের সদস্য সচিব আব্দুস সালাম প্রমুখ। শেষে দোয়া পরিচালনা করেন মাদ্রাসার মোহতামিম মাওলানা মুহিব্বুল্লাহ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন দ্বীন ইসলামকে ছড়িয়ে দিতে এ ধরণের মহৎ কাজের মাধ্যমে কোরআনের আলো ঘরে ঘরে ছড়িয়ে দিতে হবে, নামাজের মাধ্যমে যেমন মানুষ পরিশুদ্ধ হয়। সেজন্য দ্বীন মাদ্রাসার গুলো সমাজে দরকার। দীর্ঘ ১৬ বছর ধরে অপশক্তির বিরুদ্ধে লড়াই সংগ্রাম করছে একমাত্র বিএনপি। তাই বিএনপি ও জিয়া পরিবারের পাশে থাকার উদাত্ত আহবান জানান।