রবিবার, ৩০ মার্চ ২০২৫, ০৫:০৮ অপরাহ্ন
পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: গণঅধিকার পরিষদ রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পাওয়ায় রংপুরের পীরগঞ্জ উপজেলা শাখার আয়োজনে শুক্রবার বিকালে আনন্দ র্যালী, অফিস উদ্বোধন অনুষ্ঠানে গণ অধিকার পরিষদ, পীরগঞ্জ উপজেলা শাখার আহবায়ক সহকারী অধ্যাপক বেলাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদ রংপুর জেলা শাখার ভারপ্রাপ্ত আহবায়ক শেরে খোদা আসাদুল্লাহ, সদস্য সচিব আশিকুর রহমান, যুব অধিখকার পরিষদ, রংপুর জেলা শাখার সভাপতি আব্দুল জলিল রতন, সাধারণ সম্পাদক কামরুজ্জামান, শ্রম ও অধিকার রংপুর জেলা সভাপতি আরিফুল ইসলাম আরিফ, ছাত্র অধিকার রংপুর জেলা শাখার সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম শিশির, জেলা সদস্য হানিফ খান সজিব, যুগ্ম সদস্য সচিব, সাগর আলী, পীরগঞ্জ উপজেলা শাখার ছাত্র অধিকার জাগ্রত স্বপন, শ্রমিক অধিকার রাজু মিয়া প্রমুখ। এর আগে একটি বনাঢ্য র্যালী উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেছে।