alorsangbad com
- ২৫ জুলাই, ২০২০ / ৬৩৯ বার পঠিত
স্টাফ রিপোর্টার: মন দেয়া নেয়া, রোম্যান্টিক প্রেম ভালোবাসার গল্প নিয়ে অনেক রিপোর্ট করেছি। এসব গল্পের বেশিরভাগ েেত্র প্রেমিক যুগল নিজেদের অমর বন্ধনে আবদ্ধ করার জন্য বদ্ধ পরিকর। কিন্তু প্রেম করে পড়নের লুঙ্গি খুলে উলঙ্গ অবস্থায় প্রেমিকের পালিয়ে যাওয়ার এমন একটা গল্প যেন এই প্রথম লিখছি। হ্যাঁ। এমনি এক পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে রংপুরের পীরগঞ্জ উপজেলার কুমেদপুর ইউনিয়নের বেড়াখাই গ্রামে। বেচারা দুলাভাই শালিকার সাথে আপত্তিকর অবস্থায় ধরা খেয়ে সব খুলে দিয়ে দে-ছুট। এ যেন-“ছেড়ে দে মা কেঁদে বাঁচি অবস্থা”।
বেড়াখাই গ্রামের ময়নুল হক মিঠুর সাথে কলেজ পড়ুয়া শালিকা দহরম-মহরম চলছিল। সম্পর্কটি এক সময়ে অনৈতিক হিসেবে গড়ে ওঠে। কিন্তু রোমান্স কি আর পাপে সয়? এমনি এক মধুর লগ্নে শালিকার সাথে আপত্তিকর অবস্থায় ধরা পড়ে বিশ্ব প্রেমিক পুরুষ দুলাভাই। বেগতিক দেখে পড়নের লুঙ্গি খুলেই উলঙ্গ অবস্থায় ভো-দৌড় দিয়েছে বীর পুররুষ দুলা ভাই। ঘটনাটি গত শুক্রবার বিকেলে উপজেলার কুমেদপুর ইউনিয়নের বেড়াখাই গ্রামে ঘটেছে। জানা গেছে, ওই গ্রামের মৃত: জোয়াদ মন্ডলের পুত্র, পীরগঞ্জ সাব-রেজিষ্ট্রারের মুক্তার ও ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ময়নুল হক মিঠু (৩৫), এর সাথে পাশের বাড়ীর শালিকা গোলাম মাসুদ লাভলু মিয়ার কলেজ পড়ুয়া কন্যার সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। এক পর্যায়ে দুইজনের মাঝে মন দেয়া নেয়া হয়। ঘটনার দিন মেয়ের বাড়ীতে না থাকার সুবাদে দুলা ভাইয়ের সাথে শালির আপত্তিকর অবস্থায় দেখতে পায় তার শালা। উপস্থিতি টের পেয়ে লুঙ্গি খুলে ভো-দৌড় দেয় দুলাভাই। এ ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযুক্ত ময়নুল হক মিঠুর সাথে কথা হলে তিনি জানান, সম্পর্কে আমার শালি, তবে আমি তাকে বিয়ে করেছি বলে দাবী করেন। এ ব্যাপারে কুমেদপুর ইউপি চেয়ারম্যান মোসফাক খান ফুয়াদ চৌধুরী জানান, বিষয়টি জেনেছি, তবে অভিযুক্ত পরিবার অভিযোগ দিলে ব্যবস্থা নিবো। উল্লেখ্য, রিপোর্ট লেখা পর্যন্ত বিষয়টি আপোষ মিমাংসা হবে মর্মে জানা গেছে।