সোমবার, ১৯ মে ২০২৫, ০৮:৩১ পূর্বাহ্ন
পীরগঞ্জ রংপুর প্রতিনিধি : বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রথম শহীদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদের কবর জিয়ারত ও পরিবারের খোঁজ খবর নিয়েছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম। এরপর তারা শহীদ আবু সাঈদের মৃত্যুর পর নির্মিত আধাপাকা ঘরে প্রবেশ করে শোকাহত বাবা মকবুল হোসেন, মা মনোয়ারা বেগমকে শান্তনা দেন। এ সময় সারজিস আলম আবেগাপ্লুত হয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে ছিলেন। শনিবার সকালে রংপুরের পীরগঞ্জের মদনখালী ইউনিয়নের বাবনপুর গ্রামে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত শেষে তার মা-বাবা ও স্বজনদের সঙ্গে কথা বলেন আইজিপি ও সারজিস আলম । এ সময় উপস্থিত ছিলেন রংপুর জেলা পুলিশ সুপার শরীফ উদ্দিন, রংপুর মেট্রোপলিট্রন পুলিশ কমিশনার আবদুল মজিদসহ পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাগণ । আবু সাঈদের কবর জিয়ারত ও পরিবারের খোঁজ-খবর নেওয়া শেষে সেখান থেকে রংপুর মেট্রোপলিটন পুলিশের ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মসূচির উদ্বোধন করবেন তিনি। এরপর বেলা ২ টার দিকে রংপুর পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ অডিটরিয়ামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত ও আহতদের পরিবারের সমাবেশে যোগদান শেষে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন আইজিপি।