শনিবার, ২৯ মার্চ ২০২৫, ০৭:২০ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার: রংপুরেরর পীরগঞ্জে এক চেয়ারম্যান, ইউপি সদস্য ও গ্রাম পুলিশসহ ৮ জনের বিরুদ্ধে থানায় চুরির মামলা হওয়ায় এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। মামলার এজাহারের বিবরণে জানা গেছে, উপজেলার ১৫নং কাবিলপুর ইউনিয়নের চেয়ারম্যান রবিউল ইসলাম রবি, ইউপি সদস্য স্বপন ইসলাম, গ্রাম পুলিশসহ ৮জনের বিরুদ্ধে এ মামলা দায়ের হয়েছে।
বর্ণিত এজাহারে লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার নবীনগর গ্রামের মোকলেছার রহমানের ছেলে রবিউল ইসলাম, উক্ত ইউনিয়নের চকশোলাগাড়ী বিডিসি বাজারের পার্শ্বে বীরমুক্তিযোদ্ধা¡ আ: আজিজ সরকারের নিজস্ব জমিতে লাভ ফুডস্্ প্রোডাক্টস লিঃ কোম্পানী দেওয়ার জন্য ক্রয় করেছেন কর্তৃপক্ষ। গত ২৯ জুন ২০২০ইং তারিখ উক্ত কোম্পানীর ভিতর রবিউল ইসলাম ঘুমে পড়লে। এলোপাতারী ভাবে মারপিট, কিল, ঘুষি ৩ লক্ষ ৩৪ হাজার টাকা ব্যাগের ভিতর থেকে নেয় মর্মে এজাহারে উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় গত ৪ জুলাই/২০২০ইং তারিখে রবিউল ইসলাম বাদী হয়ে ৮ জনকে আসামী করে পীরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং- ০৩, তাং- ০৪ জুলাই/২০২০ইং। উল্লেখ্য, বর্তমানে তিনি ১৫ নং কাবিলপুর ইউনিয়নের চেয়ারম্যান। বিপুল ভোটে ওই এলাকার চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন রবিউল ইসলাম রবি। তাও আবার বাংলাদেশ আওয়ামীলীগ মনোনিত নৌকা প্রতীক নিয়ে। নির্বাচিত হওয়ার পর ১৮ জুন ২০১৬ সাল থেকে দ, স্পষ্টবাদী এবং জনপ্রতিনিধি হিসেবে যথেষ্ট সুনামের সাথে ইউনিয়ন পরিষদ পরিচালনা করে আসছেন। কিন্তু তার বিরুদ্ধে এ ধরণের মিথ্যা, হয়রানী ষড়যন্ত্রমূলক মামলা হওয়ায় তার এলাকার জনগণের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। এলাকাবাসী এবং সচেতন মহলের দাবী থানা পুলিশ সঠিক তদন্ত না করেই মিথ্যা এবং চাঁদাবাজি মামলা রেকর্ড করেছেন। কাবিলপুর চেয়ারম্যান রবি জানায় এটা সম্পন্ন ষড়যন্ত্র মিথ্যা বানোয়াট মামলা। মিথ্যা মামলা করায় আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। মামলার বাদী রবিউল ইসলামের সাথে কথা হলে তিনি জানান ওইদিন রাতে ইউপি সদস্য স্বপন এবং ৬ জন চৌকিদার ঘুম থেকে তুলে আমাকে এলোপাতারী ভাবে মারপিট করে রাতেই ইউনিয়ন পরিষদে নিয়ে গিয়ে পরের দিন ছেড়ে দেয়। এ ব্যাপারে পীরগঞ্জ থানার মামলার তদন্তকারী কর্মকর্তা ও পুলিশ পরিদর্শক (তদন্ত) মাসুমুর রহমান জানান মামলা হয়েছে মামলার তদন্তনাধীন রয়েছে। উল্লেখ্য শুধু তা নয় পীরগঞ্জ থানা পুলিশ রংপুর শিক্ষা প্রকৌশলী অধিদপ্তর পীরগঞ্জের দায়িত্বরত উপ-সহকারী প্রকৌশলী আবু সাঈদ ওরফে শিমুল আকন্দের মিথ্যা চাঁদাবাজি মনগড়া হয়রানিমুলক মামলা গত বছরের ২৭শে ডিসেম্বর/১৯ পীরগঞ্জ থানায় দায়ের হলে সাংবাদিক আব্দুল করিম সরকারকে থানা পুলিশ ওইদিন রাতে গ্রেপ্তার করে।