শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫, ১১:১৮ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক: রংপুরের পীরগঞ্জে ফেসবুকে আপত্তিকর ছবি পোস্ট করার অভিযোগে মনিরুল ইসলাম সৈকত নামে এক মাদরাসা ছাত্রকে গ্রেপ্তার করেছে পীরগঞ্জ থানা পুলিশ। সে উপজেলার বড় আলমপুর ইউনিয়নের হোসেনপুর গ্রামের লুৎফর রহমানের ছেলে ও জাফরপাড়া দারুল উলুম কামিল মাদরাসার ৯ম শ্রেণির ছাত্র। গতকাল সোমবার সকালে তাকে রংপুর জেল হাজতে প্রেরণ করেছে। পুলিশ জানায়, গত শনিবার মনিরুল ১০০০ টাকার নোটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবিতে মাস্ক লাগিয়ে ‘বাঙালি পারে না এমন কোনো কাজ নাই, এটাই দেখার বাকী ছিল। আমরাও পারি’ লিখে পোস্ট করে। এতে সামাজিক যোগাযোগ মাধমে সমালোচনার ঝড় শুরু হয়। রংপুরের সহকারী পুলিশ সুপার (ডি সার্কেল) কামরুজ্জামান জানান, জাতির জনককে অবমাননা করায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।