শনিবার, ২৯ মার্চ ২০২৫, ০৭:১৯ পূর্বাহ্ন
পীরগঞ্জ রংপুর প্রতিনিধি ঃ রংপুরের পীরগঞ্জে ৫ কেজি গাঁজা এবং গাঁজা বিক্রির ১০ হাজার টাকাসহ নজরুল ইসলাম নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পীরগঞ্জ থানা পুলিশ। শনিবার দিবাগত রাতে বিশেষ অভিযানের মাধ্যমে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, উপজেলার শানেরহাট ইউনিয়নের বড় পাহাড়পুর গ্রামের মজু মিয়ার ছেলে নজরুল ইসলাম এলাকায় গাঁজাসহ মাদকদ্রব্যের ব্যবসা করে আসছে। ঘটনার দিন গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে তার বাড়ি তল্লাশি করে ৫ কেজি গাঁজা ও গাঁজা বিক্রির নগদ ১০ হাজার টাকা উদ্ধারপূর্বক জব্দ করা হয়। এ ব্যাপারে পীরগঞ্জ থানার ওসি সরেস চন্দ্র জানান, গ্রেফতারকৃতকে রংপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে। তবে এ ঘটনায় তার বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু হয়েছে।