শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫, ১১:৩৬ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক: রংপুরের পীরগঞ্জে ৬’শ ২ পিস ইয়াবা ট্যাবলেটসহ প্রাইভেটকার আটক করেছে পুলিশ। শনিবার দিনগত গভীর রাতে ঢাকা-রংপুর মহাসড়কের পীরগঞ্জ এলাকাধীন পোড়া জামতলা নামক স্থান থেকে পুলিশ আটক করে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৪জন কে গ্রেফতার করা হয়েছে।
রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার ডি- সার্কেল কামরুজ্জামান জানান – গোপন সংবাদের ভিত্তিতে পীরগঞ্জ থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে গাজীপুর জেলার জয়দেবপুর থানার টেককাথরা গ্রামের সেলিম হোসেনের ছেলে সোহেল রানা (২৮), রংপুর জেলার পীরগঞ্জ থানার কাশিমপুর গ্রামের ইয়াকুব চৌকিদারের ছেলে রাখু মিয়া (৩৫), টাঙ্গাইল জেলার মির্জাপুর থানার পুট বহুরিয়া গ্রামের শাহজাহান ব্যাপারীর ছেলে রিপন হোসেন (৩৬) ও প্রাইভেটকার চালক গাজীপুর জেলার শ্রীপুর থানার কেওড়া পশ্চিমখন্ড গ্রামের মৃত. নাছির উদ্দীনের ছেলে সোহেল হোসেন (২৮)কে প্রাইভেটকারসহ আটক করা হয়।
এসময় প্রাইভেটকার নং ঢাকা মেট্রো-গ ২৯-৮৯০৫’এ তল্লাশি করে এতে কায়দায় লুকিয়ে রাখা অবস্থায় ৬০২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের পুলিশের কাছে দেয়া প্রাথমিক তথ্যানুযায়ী এরা উক্ত ইয়াবা গুলো গাজীপুর জেলার এক চিহ্নিত মাদক ব্যবসায়ীর কাছ থেকে সংগ্রহ করে বিক্রির করার জন্য কুড়িগ্রাম জেলার উদ্দেশ্যে যাচ্ছিলো। গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-রংপুর মহাসড়কের পীরগঞ্জ এলাকাধীন জামতলা নামক স্থান থেকে প্রাইভেটকার তল্লরাশি করে ৬’শ ২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে পীরগঞ্জ থানায় মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে