রবিবার, ৩০ মার্চ ২০২৫, ১০:৪৫ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার:
রংপুরের পীরগঞ্জে গত ২৪ ঘন্টায় ৪ পুলিশ ও অন্যান্যসহ সর্বোচ্চ আক্রান্ত ০৮ জন। উপজেলায় মোট করোনায় আক্রান্তের সংখ্যা দাড়াল ৫৬ জন। তার মধ্যে মৃত্যুবরণ করেছেন ০৪ জন এবং সুস্থ্য হয়েছেন ২২ জন। আজ শনিবার বিকালে দিকে বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: রুহুল আমিন বুলেট। তিনি জানান নতুন করে ০৪ জন পুলিশ সদস্য এস.আই নুর আলম, এস.আই আলমগীর, এ.এস.আই জয় শংকর, পুলিশ সদস্য সাজু মিয়া। অন্যান্য পীরগঞ্জ পৌরসভার প্রজাপাড়া গ্রামের আব্দুল ওয়াহেদ মিয়ার ছেলে সাদেকুল ইসলাম (৪৫), চৈত্রকোল গ্রামের আখতারুজ্জামানের ছেলে আল হাবিব (১৬), চৈত্রকোল ইউনিয়নের আ: লতিফের ছেলে আশিকুর রহমান (৩৭), ওসমানপুর নুরুল ইসলাম @ নুরু ড্রাইভার ছেলে রবিউল ইসলাম (২৮)। চলতি সময়ে প্রেরিত নমুনা ৩৫৭ জন, করোনা নমুনা সংগ্রহ করে পিসি আর ল্যাবে পাঠালে অদ্যবদি ৩৫০ জনের ফলাফল জানা গেছে। এর মধ্যে চিকিৎসাধীন হোম আইসোলেশন ৩০ জন, ২৭ জন হাসপাতালে আইসোলেশনে রয়েছে ৩ জন। নতুন সুস্থ্য ৩ জন, টুকুরিয়া ইউনিয়নের গন্ধর্বপুরে ১ জন, খালাশপীরে ভর্তি ছিলেন। শানেরহাট ইউনিয়নে মেষ্টা গ্রামে ১ জন, রামনাথপুর ইউনিয়নে খেজমতপুর গ্রামে ১ জন চিকিৎসাধীন। সকলের শারীরিক অবস্থা উন্নতি হয়েছে।