বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪, ০৬:০৯ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের শুরু থেকে রংপুরে কর্মহীন হয়ে পড়া যুবদলের নেতাকর্মী ও অসহায় মানুষের পরিবারের পাশে সহযোগীতার হাত বাড়িয়ে দিয়েছেন কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারন সম্পাদক (রংপুর বিভাগ) ও রংপুর জেলা যুবদলের সভাপতি নাজমুল আলম নাজু এবং সাধারন সম্পাদক সামছুল হক ঝন্টুর নেতৃত্বে করোনা মহামারীতে কর্মহীন হয়ে পড়া অসহায় মানুষের মাঝে সচেতনতামূলক লিফলেট, মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, খাদ্য সামগ্রী ও ঈদ উপহার বিতরন করেছেন। এদিকে জাতির আগামী দিনের কর্ণধার ছাত্রদের গত তিন মাসের ম্যাচ ভাড়া ১০০,৮০০ টাকা (এক ল আট শত টাকা) মওকুফ সহ ১২টি দোকান, ২০জন পরিবারের বাসা-বাড়ির ভাড়া কওকুফ করে দিলেন জেলা যুবদলের নাজু-ঝন্টু। এসময় নেত্রীবৃন্দদ্বয় বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানের নির্দেশে এবং যুবদল সভাপতি সাইফুল আলম নীরব ও সাধারন সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর আহবানে আমরা রংপুর জেলা যুবদল অসহায় মানুষের পাশে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকবো ইনশাল্লাহ। নেতৃদ্বয় ম্যাচ মালিকদের প্রতি ছাত্রদের ম্যাচ ভাড়া মওকুফ করার আহবান জানিয়ে বলেন, করোনা মহামারী পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত দোকান, বাড়ি, ম্যাচ ভাড়া মওকুফ অব্যাহত থাকবে। রংপুর জেলা যুবদলের খাদ্য সামগ্রী বিতরনও অব্যাহত থাকবে।