সোমবার, ১৯ মে ২০২৫, ০৮:৩০ পূর্বাহ্ন
পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের পীরগঞ্জে বৃহস্পতিবার দুপুরে উপজেলা অডিটোরিয়ামে শারদীয় দুর্গাপুজা শান্তিপুর্ণ এবং সুষ্ঠুভাবে পালনের লক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বক্তব্য রাখেন রংপুর জেলা বিএনপি’র আহবায়ক সাইফুল ইসলাম, উপজেলা জামায়াতের আমীর ইদ্রিস আলী, উপজেলা বিএনপি’র আহবায়ক মাহমুদুন্নবী পলাশ চৌধুরী, উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য সহকারী অধ্যাপক মাওঃ নুরুল আমিন, রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর ডিজিএম আব্দুন নুর, পীরগঞ্জ ফায়ার সার্ভিস এর ইনচার্জ রতন শর্মা, অফিসার ইনচার্জ (তদন্ত) নজির হোসেন, বজ্রকথার সস্পাদক কবি সুলতান আহমেদ সোনা, উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি সুধীর চন্দ্র, সাধারণ সম্পাদক নিরঞ্জন চন্দ্র, পীরগঞ্জ পৌর শাখার পুজা উদ্াযাপন কমিটির সভাপতি শ্যামল চন্দ্র, সাধারণ সম্পাদক সুনীল চন্দ্র, পুজা উদ্যাপন পরিষদের নেতা রনজিৎ কুমার মহন্ত, অশোক কুমার প্রমুখ। সভায় পীরগঞ্জের সবগুলো পুজা উদযাপন কমিটির সভাপতি সম্পাদক, রাজনৈতিক নেতা, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, প্রশাসনিক কর্মকর্তা ও গণমাধ্যম ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভায় বক্তাগণ পীরগঞ্জে শান্তিপুর্ণ ভাবে পুজা উদযাপনের ব্যাপারে যে কোন বিশৃঙ্খলা কঠোর হস্তক্ষেপ দমনের জন্য বেশ কিছু সিদ্ধান্ত গৃহীত হয় । উল্লেখ্য এ বছর উপজেলার ১৫ ইউনিয়নে ৯৭ টি মন্ডপে দুর্গাপুজা অনুষ্ঠিত হচ্ছে।