রবিবার, ৩০ মার্চ ২০২৫, ০১:২১ পূর্বাহ্ন
পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের পীরগঞ্জে পাঁচগাছী ইউনিয়নের কেশবপুর দণিপাড়া জামে মসজিদের দ্বিতল ভবনের নির্মাণ কাজ কোনো প্রকার সরকারী সাহায্য সহযোগিতা ছাড়ায় এলাকাবাসী ও দাতা ব্যক্তিদের সহায়তায় ধীর গতিতে এগিয়ে যাচ্ছে এ কাজ। এলাকাবাসী ও সরেজমিন ঘুরে জানা গেছে, ৩টি গ্রাম নিয়ে মসজিদটি গঠিত। এ গুলো হচ্ছে (কেশবপুর, জ্যোতিডাঙ্গা, ছোট পাহাড়পুর) প্রায় ৪০০ জন ধর্মপ্রাণ মুসুল্লী পবিত্র জুমআ’র নামাজসহ প্রায় ১৫০ জন মুসুল্লী পাঁচ ওয়াক্ত নামাজ জামায়াতের সহিত আদায় করে থাকেন। প্রতি শুক্রবার জুমআ’র দিনে মুসুল্লীদের জায়গা সংকুলান না হওয়ায় রোদ কিংবা বৃষ্টির মধ্যেই অতি কষ্টে খোলা মাঠে নামাজ আদায় করতে হয়। ফলে মসজিদের মূল ভবনটি ভেঙ্গে তা সম্প্রসারণ জরুরী হয়ে পড়ে। মসজিদ কমিটি ও মুস্ল্লুীবৃন্দের সিদ্ধান্ত মোতাবেক ৬০-৪০ ফিট ভবন নির্মানের কাজ হাতে নেয় মসজিদ কতৃর্প। এতে প্রায় ৫০ লাখ টাকা ব্যয় হবে বলে জানান। স্থানীয় ধর্মপ্রাণ মুসলিম ভাই-বোনদের নিকট থেকে এ পর্যন্ত আদায় করা হয়েছে ২৫ লাখ টাকা। যা দিয়ে ঢালাইয়ের কাজ চলছে। এ ব্যাপারে মসজিদ কমিটির সভাপতি আলহাজ্ব বকুল মিয়ার সাথে কথা হলে তিনি বলেন- “এখন পর্যন্ত যে অর্থ আছে তা দিয়ে কোন রকমে আমরা ছাদ ঢালাই সম্পন্ন করতে পারব। কিন্তু গাঁথুনি, প্লাস্টার, টাইল্স, মেহরাব, বৈদ্যুতিক যন্ত্র-পাতি, রং, জানালা, দরজা, গøাস (কাঁচ), সাউন্ডবক্স, এসি এবং অন্যান্য সরঞ্জামাদিসহ প্রায় ২৫ লাখ টাকার প্রয়োজন। কোন দানবীর ব্যক্তি সাহায্যের হাত বাড়ীয়ে দিলে পবিত্র ঘরটি নির্মাণ কাজ সু-সম্পন্ন করা সহজ হবে। উল্লেখ্য, মসজিদের উন্নয়ন কল্পে স্থানীয় এমপি মহোদয়সহ উপজেলা চেয়ারম্যান, উপজেলা প্রশাসন ও বিত্তবান দাতা ব্যক্তিদের সাহায্যের হাত বাড়িয়ে দিবেন এমটাই প্রত্যাশা এলাকাবাসীর।