শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫, ১২:২৩ অপরাহ্ন
আলোর সংবাদ ডেক্স: ৭৭ কেজি গাঁজাসহ রংপুরের পাগলাপীর থেকে এক মাদক ব্যবসায়িকে গ্রেফতার করেছে র্যাব-১৩। এসময় একটি প্রাইভেট কার জব্দ করে তারা।
র্যাব-১৩ রংপুর এর গণমাধ্যম কর্মকর্তা মেজর আব্দুল্লাহ আল মঈন হাসান জানান, সোমবার সকালে র্যাবের একটি আভিযানিক দল পাগলাপীরে চেকপোস্ট বাসায়। এসময় একটি প্রাইভেট কার সিগনাল উপেক্ষা করে পালিয়ে যাওয়ার চেস্টা করে। এসময় সেটিকে আটক করে সেখান থেকে ৭৭ কেজি গাঁজাসহ নুরনবী (৩২) নামের এক মাদক ব্যবসায়িকে গ্রেফতার করে র্যাব। এসময় প্রাইভেটকারটি জব্দ করা হয়। নুরনবী কুড়িগ্রামের ফুলবাড়ির কুরুশা ফেরুশা এলাকার বেলাল হোসেনের পুত্র।
র্যাবের এই কর্মকর্তা জানান, মাদক ব্যবসায়ি নুরনবী সীমান্ত এলাকা থেকে গাজা এনে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করতো। তার সাথে একটি বড় সিন্ডিকেট জড়িত। তাদেরকেও গ্রেফতারে চেস্টা চালানো হচ্ছে।