শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫, ১২:২৩ অপরাহ্ন
পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের পীরগঞ্জে ৯০ বোতল ফেন্সিডিলসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পীরগঞ্জ থানা পুলিশ। জানা গেছে, গত শুক্রবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ সরেস চন্দ্রের নেতৃত্বে এসআই আমিনুল ইসলাম, এএসআই শরিফুল ইসলাম, সঙ্গীয় ফোর্সসহ রায়পুর ইউনিয়নের দ্বারিকামারী গ্রামে মাদক ব্যবসায়ী আমিনুল ইসলামের বাড়ী থেকে ফেন্সিডিল বিক্রির সময় হাতে নাতে ৯০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলেন দ্বারিকামারী গ্রামের মনোয়ার হোসেনের পুত্র মাদক ব্যবসায়ী আমিনুল ইসলাম (৩৬), ফকিরা ফতেপুর গ্রামের মৃত: আ: হাকিম মন্ডলের পুত্র জাহাঙ্গীর আলম (২৬) কে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদেরকে আজ শুক্রবার রংপুর জেল হাজতে প্রেরণ করেছে পীরগঞ্জ থানা পুলিশ। এ ঘটনায় পীরগঞ্জ থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। মামলা নং- ২১, তাং- ১৮/১২/২০ইং।