শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ১০:২৩ পূর্বাহ্ন
আলোর সংবাদ ডেক্স: অস্ত্র মামলার রিজেন্ট হাসপাতালের মালিক মো. সাহেদ ওরফে মো. সাহেদ করিমকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন ট্রাইব্রুন্যাল।
সোমবার (২৮ সেপ্টেম্বর) ঢাকার সিনিয়র স্পেশাল জজ কেএম ইমরুল কায়েশ এ রায় ঘোষণা করেন। এ সময় সাহেদ করিম আদালতে উপস্থিত ছিলেন। তার উপস্থিতিতেই এ রায় ঘোষণা করা হয়।
রায় ঘোষণা উপলক্ষে তাকে কারাগার থেকে আদালতে আনা হয়েছিল। রায় ঘোষণা শেষে তাকে সাজা পরোয়ানা দিয়ে ফের কারাগারে পাঠানো হয়েছে।
সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল সাজার বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।
যুক্তিতর্ক গ্রহণের আগে চার্জশিটের ১৪ সাক্ষীর মধ্যে ১১ জনের সাক্ষ্যগ্রহণ করেন আদালত।