শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ১০:৪৮ পূর্বাহ্ন
আব্দুল করিম সরকার:- পীরগঞ্জে চাঞ্চল্যকর ঘাতক দুলাভাইকে গ্রেফতার করেছে পীরগঞ্জ থানা পুলিশ। সে পীরগঞ্জ ইউনিয়নের আরিজপুর গ্রামের রফিজ উদ্দিন ছেলে শফিউল ইসলাম শফি। গত ০৪ সেপ্টেম্বর ২০২০ তারিখ বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলা এলাকা হইতে গ্রেফতার করে আজ শনিবার রংপুর জেল হাজতে প্রেরণ করা হবে বলে পীরগঞ্জ থানার ওসি সরেস চন্দ্র জানান। উল্লেখ্য, আশা করে ঢাকা থেকে নিজ গ্রামে বেড়াতে এসেছিল রনি। ইচ্ছে ছিল পরিবারের সবার সাথে ঈদের আনন্দগুলো ভাগাভাগী করে আনন্দমূখর একটা ঈদ উদযাপন করবে সে। হয়ত হয়েছিলও তাই। এবার নিজ কর্মস্থলে ফেরার পালা। পীরগঞ্জে থেকে সে বাসের টিকিট কেটে ঢাকায় ফিরে যাবে কর্মে যোগদান করার জন্য। কিন্তু হায়রে কপাল! ঢাকায় ফেরার টিকিটের বদলে পরপারের শেষ টিকিট টাই কাটতে হলো রনির। লম্পট দুল্ভাাইয়ের ছুরির আঘাতে নিথর দেহ মাটিতে লুটিয়ে পড়ল তার। ঢাকার বদলে তাকে ফিরতে হলো মর্গের ভয়াল কালো অন্ধকার ক।ে হ্যাঁ। এমনি এক মর্মান্তিক খুনের ঘটনা ঘটেছে রংপুরের পীরগঞ্জে বাসস্ট্যান্ডে। রংপুরের পীরগঞ্জে বাসস্ট্যান্ডে শালিকাকে ধারালো ছুরি দিয়ে খুন করেছে লম্পট দুলাভাই। ঘটনাটি ঘটেছে গত ০৭ আগষ্ট শুক্রবার সকাল ১১ টায়। পুলিশ জানায়, আরিজপুর গ্রামের আঃ ছাত্তারের মেয়ে রনি খাতুন ঢাকা পোশাক কারখানায় কাজ করতেন। গত ১০ মাস আগে বগুড়া জেলার ধুনট উপজেলার নড়িয়া গ্রামের এক ছেলের সাথে বিয়ে হয়। পবিত্র ঈদ-উল আযহা উপলে সে নিজ বাড়ি আরিজপুরে বেড়াতে আসে। নিজ কর্মস্থল ঢাকা ফেরার জন্য অটোভ্যান যোগে লালদিঘী হয়ে পীরগঞ্জ বাসস্টান্ডে আসে। ওদিকে শফি গোপনসূত্রে খবর পেয়ে শালিকার সাথে দেখা করার জন্য সেও বাসস্ট্যান্ডে পৌঁছায়। কাউন্টারে টিকিট কাটার সময় দুলাভাই শফির সাথে শালিকার সাক্ষাত করে। শালিকার হাত ধরে টানাটানি শুরু করে। এতে শালিকা প্রতিবাদ করলে তুমুল বাক-বিতন্ডার একপর্যায়ে দুলাভাই শফিকুল ইসলাম শফি শালিকা রনি খাতুনের তলপেটে উপর্যপরি ছুরিকাঘাত করে। উল্লেখ্য, এক সন্তানের জনক শফিকুল ইসলাম শফি শালিকা রনি খাতুনকে বিয়ে করার জন্য তার বড় বোন সাবিনা বেগম কে তালাক দেয়। কিন্তু শালিকা রনি খাতুনের কোনো পাত্তা না পেয়ে পরবর্তীতে পীরগঞ্জের শানেরহাটে দ্বিতীয় বিয়ে করে। কিন্তু লম্পট শফির কার্যকলাপে অতিষ্ঠ হয়ে দ্বিতীয় বউও বাপের বাড়ি চলে যায়। সম্ভবত সে কারণেই সে শালিকা রনি খাতুন কে বিয়ে করার জন্য উঠে পড়ে লেগে যায়।