শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ১১:০৯ পূর্বাহ্ন
আলোর সংবাদ ডেক্স: রাজধানীর ওয়ারীতে দুই ভাইকে কুপিয়ে মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় মুন্না (১৭) নামে এক কিশোর নিহত হয়েছেন। তার চাচাতো ভাই শাহিন (১৮) আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
রোববার (৩০ আগস্ট) সন্ধ্যার দিকে ওয়ারী থানাধীন, মেথর পট্টির পাশে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মুন্নাকে মৃত বলে ঘোষণা করেন। তার চাচাতো ভাই শাহিন আশঙ্কাজনক অবস্থায় ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
জানা যায়, নিহত মুন্না পুরানো ঢাকার লালচান মহন রোডের বাসিন্দা মনিরুল ইসলামের ছেলে। তার গ্রামের বাড়ি চাঁদপুরে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া জানান, সন্ধ্যায় মোটরসাইকেলে করে যাওয়ার সময় মুন্না ও তার চাচাতো ভাই শাহিনকে থামতে বলে কয়েকজন দুর্বৃত্ত।
এসময় ডাকাতরা তাদের ওপর ধারাল অস্ত্র দিয়ে হামলা চালায় বলে জানান তিনি। পরে গুরুতর আহত অবস্থায় ঢামেক হাসপাতালে আনার পথে মুন্না মারা যান বলে জানান বাচ্চু মিয়া।