শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ০৮:৫৯ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: সিপিএসসি র্যাব-১৩ কর্তৃক রংপুর জেলার পীরগঞ্জ এলাকা থেকে ৩২ কেজি গাঁজাসহ ২জন মাদক ব্যবসায়ী গ্রেফতার,প্রাইভেট কার জব্দ। র্যাব-১৩ রংপুর এর সিপিএসসি ক্যাম্পের একটি আভিযানিক দল (৮ নভেম্বর ) রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে রংপুর জেলার পীরগঞ্জ থানাধীন জগন্নাথপুর গ্রামস্থ মানিক এন্ড সন্স ফিলিং স্টেশনের সামনে একটি প্রাইভেট কারে অভিযান চালিয়ে ২ জন মাদক চোরা কারবারি কে গ্রেফতার করে। এ সময় প্রাইভেট কারে বিশেষ কায়দায় লুকায়িত ৩২ (বত্রিশ) কেজি শুকনা গাঁজা উদ্ধার করে। এবং মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি প্রাইভেট কার, তিনটি মোবাইল ফোন, তিনটি সিমকার্ড, একটি মেমোরীকার্ড এবং মাদক বিক্রয়লব্ধ নগদ ১৪,২০০/- (চৌদ্দ হাজার দুইশত) টাকা জব্দ করা হয়।গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলেন, লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানাধীন ভোটমারী সদরপাড়া গ্রামের মৃত সমশের আলী সরদারের ছেলে মোঃ রহিদুল ইসলাম সরদার (৩৮), একই থানাধীন ভোটমারী (খাদ্য গোডাউনের দক্ষিণ-পূর্ব পাশে), মোঃ মইনুদ্দীন শেখের ছেলে মোঃ আব্দুল জলিল শেখ (৩৩),।সিপিএসসি র্যাব-১৩ রংপুর এর স্কোয়াড কমান্ডার সহকারী পুলিশ সুপার মোঃ আহসান হাবীব স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদ্বয় উক্ত মাদকদ্রব্য গাঁজা লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানার ভারতীয় সীমান্ত এলাকা হতে ক্রয় করে প্রাইভেট কার যোগে বিক্রয়ের উদ্দেশ্যে বহন করে সিরাজগঞ্জ নিয়ে যাচ্ছিল। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদ্বয়ের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।