সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০৬:২৪ পূর্বাহ্ন
আলোর সংবাদ ডেক্স: গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ফেনিয়া গ্রামে চাচাত ভাই-বোন হত্যা মামলার আসামি তিন ভাইয়ের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত।
গাইবান্ধা জেলা দায়রা জজ দিলিপ কুমার ভৌমিক বৃহস্পতিবার চাঞ্চল্যকর এ মামলার আদেশ দেন। ফাঁসির দণ্ডপ্রাপ্তরা হল-হযরত আলী, হাফিজার রহমান ও আবিজল হোসেন। তারা সম্পর্কে সহোদর।
মামলার এজাহারে বলা হয়েছে, প্রতিবেশির সঙ্গে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে ২০১৬ সালের ১২ নভেম্বর হত্যাকাণ্ডের শিকার হন তসলিম উদ্দিন ও মর্জিনা বেগম। তারা সম্পর্কে চাচাত ভাই-বোন। অভিযোগে বলা হয়েছে, তসলিম উদ্দিন, মর্জিনা বেগম, জমিলা বেগম, আলমগীর হোসেন, মর্জিনা বেগম-২ ও শহিদুল ইসলাম ২০১৬ সালের ১২ নভেম্বর সকালে নিজেদের জমিতে ধান কাটতে যাচ্ছিল। ওইদিন আসামিরা পরিকল্পিতভাবে বিদ্যুতের ছেড়া তার ফেলে রাখে রাস্তায়। সেখানে বিদ্যুতস্পৃষ্ট হয়ে ৬ জন আহত হয়। তাদেরকে উদ্ধার করে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে তসলিম ও মর্জিনা মারা যান।
এ ঘটনায় তসলিমের ছেলে মফিজুল হক বাদী হয়ে মামলা করেন।