মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৯:০১ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার: কত! চুরির ঘটনাই তো পড়েছেন। এবারে অভিনব কায়দায় ছাত্র কর্তৃক শিকের মোটর সাইকেল চুরির ঘটনা ঘটেছে। রংপুরের পীরগঞ্জে গত ২৮ আগষ্ট পীরগঞ্জের ঝাড় আমবাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক সাইফুল ইসলামের মোটর বাইকটি চুরি করেছে তারই এক ছাত্র। জানা গেছে, প্রধান শিকের বাড়ীর বেলকোনির গ্রিলের তালা খুলে রাতে বাড়ীতে ঢুকে তারই ছাত্র ভেন্ডাবাড়ী গ্রামের লাল মিয়ার পুত্র মনির হোসেন (২৭) ও তার সহযোগী হাজীপুর গ্রামের কাওছার এর পুত্র রিয়াদ (২০) সুযোগ বুঝে ওই শিকের ডিসকাভার লাল রঙের মটর সাইকেল ও ৩ টি মোবাইল ফোন চুরি করে চম্পট দেয়। চুরি করা মোটর সাইকেল ও মোবাইল রংপুরের কাউনিয়া উপজেলার রামচন্দ্রপুর গ্রামের আকবার আলীর ছেলে মাহফুজার রহমান টুকুল ও মনিনের নিকট বিক্রি করে। পরবর্তীতে তার নিকট থেকে রংপুরের মাহিগঞ্জ হরগোবিন্দ গ্রামের গোলাম মোস্তফার নিকট চোরাইকৃত মোবাইল ফোনটি ক্রয় করে। কিন্তু ভাগ্যের-ফের আর সইলনা। সবকিছু গুলিয়ে দিল ভেন্ডাবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্র। আজ ০৫ সেপ্টেম্বর শনিবার ভেন্ডাবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জের নেতৃত্বে আসামীদের গ্রেফতার ও চোরাইকৃত মটর সাইকেল এবং মোবাইল ফোন উদ্ধার করে। গ্রেফতারকৃতদের রংপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।