মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০১:৪৮ অপরাহ্ন
আলোর সংবাদ ডেক্স: সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় কক্সবাজার আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তি জবানবন্দি দিয়েছেন প্রধান আসামি বরখাস্ত পুলিশ পরিদর্শক লিয়াকত আলী।
র্যাবের কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি বাংলা জানিয়েছে, রবিবার বেলা পৌনে ১২টার দিকে লিয়াকত সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারাহ’র আদালতে জবানবন্দি দেন।
কক্সবাজারের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট ফরিদউদ্দিন জানিয়েছেন, দুপুর থেকে ১৬৪ ধারায় কনফেসনাল স্টেটমেন্ট দিতে শুরু করেছেন পুলিশ পরিদর্শক লিয়াকত আলী।
এই মামলায় এই প্রথম কেউ জবানবন্দি দিলেন।
গত ৩১শে জুলাই রাতে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভের শামলাপুর চেকপোস্টে পরিদর্শক লিয়াকত আলীর গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত মেজর সিনহা রাশেদ খান। সেই ঘটনায় পুলিশ দুইটি মামলা করে। তবে মেজর (অব.) সিনহার বোনের করা মামলায় এ পর্যন্ত ১০ জন পুলিশ সদস্যসহ ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।