মঙ্গলবার, ০১ এপ্রিল ২০২৫, ১২:৩২ পূর্বাহ্ন
পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: মুন্সীগঞ্জে পুলিশের গুলিতে যুবদল নেতা শহিদুল ইসলাম শাওন নিহত এবং একের পর এক ৪ জনকে গুলি করে হত্যা এবং জ্বালানী তেলের মূল্য বৃদ্ধি সকল পণ্যের দাম, পরিবহন খাতে ভাড়া বৃদ্ধি, অসহনীয় বিদ্যুৎ লোড শেডিং এর প্রতিবাদে রংপুরের পীরগঞ্জে রামনাথপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকালে উপজেলার কালসারডারা বাজারে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় ইউনিয়ন বিএনপির সভাপতি আঃ মোত্তালেব মাষ্টারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রংপুর জেলা বিএনপির আহবায়ক সাইফুল ইসলাম, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদন্নবী চৌধুরী পলাশ, জেলা বিএনপির অন্যতম সদস্য নিক্সন পাইকার, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কাউন্সিলর সাইফুল আজাদ মন্ডল, পীরগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্দুল করিম সরকার, উপজেলা যুবদলের আহবায়ক আনিছুর রহমান আনিছ, সদস্য সচিব আব্দুস সালাম, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মনোয়ার হোসেন মনু, সদস্য সচিব আনোয়ার হোসেন রতন, বিএনপি নেতা রায়হান কবির প্রধান ছাত্রদলের আহবায়ক মোস্তাফিজার রহমান মিলু, রামনাথপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মুনছুর আলী তালুকদারসহ ইউনিয়ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, তাঁতিদল, ওলামা দল, মৎস্যজীবিসহ নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। এদিকে গত বৃহস্পতিবার পীরগঞ্জে ১২নং মিঠিপুর ইউনিয়নের মাদারগঞ্জ বন্দরে শুক্রবার চৈত্রকোল ইউনিয়নের কলোনী বাজারে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।