বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪, ১২:৫৯ অপরাহ্ন
পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের পীরগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও সাবেক জেলা শিক্ষা অফিসার বীর মুক্তিযোদ্ধা আব্দুস সোবাহান সরকার (৭৫) সোমবার সকাল ১১ টার সময় পীরগঞ্জ পৌরসভার প্রজাপাড়ায় নিজ বাস ভবনে ইন্তেকাল করেছেন ইন্নালিল্লাহি…..রাজিউন। তিনি স্ত্রী ১ ছেলে ১ মেয়ে রেখে গেছেন। মরহুমের প্রথম জানাযা মঙ্গলবার ৯ টায় পীরগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে ও দ্বিতীয় জানাযা সকাল ১০ টায় রাষ্ট্রীয় মর্যাদায় তার গ্রামের বাড়ি মহাদিপুরে জানাযা শেষে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়েছে। বীরমুক্তিযোদ্ধা আব্দুস সোবহানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রংপুর- ৬ পীরগঞ্জ আসনের এমপি ও স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী, সাবেক এমপি উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ নূর মোহাম্মদ মন্ডল, রংপুর জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম, বজ্রকথা পত্রিকার সম্পাদক কবি সুলতান আহমেদ সোনা, দৈনিক আলোর সংবাদ ডটকমের সম্পাদক ও প্রকাশক আব্দুল করিম সরকার, জাহাঙ্গীরাবাদ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আতাউর রহমান রাঙ্গাসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সুশীল সমাজের নেতৃবৃন্দ শোক জানিয়েছেন।