শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫, ১১:২০ পূর্বাহ্ন
পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের পীরগঞ্জে এক কৃষককের জমি জোর পূর্বক ভোগ দখল ও সম্পত্তি থেকে উচ্ছেদের পায়তারায় লিপ্ত হয়েছেন চেয়ারম্যান। ঘটনাটি চৈত্রকোল ইউনিয়নের হাজীপুর গ্রামে ঘটেছে। পীরগঞ্জ থানার লিখিত সুত্রে জানা গেছে, ভেন্ডাবাড়ী ইউনিয়নের সিঙ্গারপাড়া গ্রামের মৃত: নওশাদ আলীর পুত্র শরিফুল ইসলাম ৩ বছর পূর্বে তাহার ভোগ দখলীয় পৈত্রিক সম্পত্তি ১ একর ৩৭ শতক জমি তিন বছরের জন্য খায়-খালাসি হিসেবে ভেন্ডাবাড়ী বন্দরের মৃত: হেলাল উদ্দিনের পুত্র বর্তমান চেয়ারম্যান সাদেকুল ইসলামের নিকট ১ লক্ষ ৫০ হাজার টাকা বিনিময়ে মৌখিক ভাবে উক্ত সম্পত্তি চাষাবাদের জন্য দেয়। কিন্তু লীজের মেয়াদ পূর্ণ হওয়ায় জমির মালিক শরিফুল ইসলাম গত শনিবার চৈত্রকোল ইউনিয়নের দানিশনগর গ্রামে তার জমিতে হাল চাষ করে ভুট্টা বীজ বপন করতে গেলে চেয়ারম্যানের হুকুমে গ্রাম্য পুলিশ আকমল হোসেন, মঞ্জুর হোসেন ও তার ভাড়াটে লোকজনসহ আজিজুল ইসলাম, শরিফুল ইসলাম, তারিকুল ইসলাম বাধা দেন। এতে উভয় পক্ষের মাঝে কথা কাটা-কাটির এক পর্যায়ে চেয়ারম্যানের লোকজন শরিফুলের ছোট সবুজ মিয়াকে এলোপাতারী ভাবে মারপিট করে আহত করে। এ ঘটনায় শরিফুল ইসলাম বাদী হয়ে চেয়ারম্যানসহ ৯ জনকে আসামীকে পীরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযুক্ত ভেন্ডাবাড়ী ইউপি চেয়ারম্যান সাদেকুল ইসলাম জানান, তার কাছ থেকে জমি বন্ধক নিয়েছে বন্ধকের টাকা ফেরত না দেওয়ায় বাধা দিয়েছি। এ ব্যাপারে পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আঃ আউয়াল জানান অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।