শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫, ১১:৩৪ পূর্বাহ্ন
পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রমজানকে সামনে রেখে রংপুরের পীরগঞ্জ উপজেলা সদরে ডিজিটাল ফকিরের উৎপাত বৃদ্ধি পেয়েছে। জানা গেছে, বিভিন্ন অঞ্চল থেকে এই ফকিররা ভিক্ষাবৃত্তির উদ্দেশ্যে উপজেলা সদরে এসে ভীড় জমিয়েছে। এদের কেহই ১ বা ২ টাকা নিতে চায় না। এদের আবদার অন্য ধরনের কারও মেয়ের বিয়ে কারওবা পঞ্চগড় কিংবা কুড়িগ্রামে যাবার টাকা নেই এই বলে বেশি টাকা দাবী করছেন থানা সদরের দোকানগুলো থেকে। দোকানীরা প্রচন্ড বিরক্তও হচ্ছে। অনেকে যাচ্ছে জেলা সদর গুলোতে। কেউ কেউ মাইক নিয়েও ব্যবসা শুরু করেছে। কেউ আবার দলবদ্ধ হয়ে ভিক্ষাবৃত্তি চালিয়ে যাচ্ছে। কারও কারও কাছে মোবাইল ফোনও দেখা গেছে। তারা ফিতরার টাকা, মানতের টাকা তাদের মোবাইলে পাঠানোর জন্য অনুরোধ করা হচ্ছে। এভাবেই দিনের পর দিন ভিক্ষুকের সংখ্যা বেড়েই চলছে। থানা সদরের অনেক দোকানদার এই ভিক্ষুকদের ডিজিটাল ভিক্ষুক বলে অভিহিত করেছেন।