শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫, ১১:২৯ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক: রংপুরের পীরগঞ্জে সাকিব নামের দেড় বছরের এক শিশু পুকুরে পড়ে মৃত্যু হয়েছে। সে উপজেলার বড় আলমপুর ইউনিয়নের আলমপুর কবিরাজপাড়া গ্রামের স্বপন মিয়ার একমাত্র পুত্র। বুধবার সকাল সাড়ে ১০টায় এ ঘটনা ঘটে। পারিবারিক সূত্র জানায়, সাকিবের বাবা স্বপন মিয়া কাজের সন্ধানে বাহিরে আর মা স্বপ্না শিশু সাকিবকে বাড়ির আঙ্গিনায় ছেড়ে দিয়ে সংসারের কাজ করছিলেন। মা কাজের চাপে বেখেয়াল হয়ে ভুলে যায় সাকিবের কথা। এক পর্যায়ে শিশু সাকিবকে খোঁজা-খুঁজি করতে গিয়ে বাড়ি সংলগ্ন পুকুরে তার মরদেহ ভাসতে দেখে। একমাত্র সন্তানকে হারিয়ে বাবা-মা বাকহীন হয়ে পড়েছে। শিশু সাবিকবের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এ ব্যাপারে তদন্তকারী কর্মকর্তা এসআই নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কোন অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি প্রদান করা হয়েছে।