alorsangbad com
- ৬ আগস্ট, ২০২১ / ৯৮ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক: গত বুধবার রংপুরের পীরগঞ্জ উপজেলার জাহাঙ্গীরাবাদ এলাকায় এসো গড়ি যুব উন্নয়ন ক্লাব, যুব উন্নয়ন বহুমুখী সমবায় সমিতি এবং উপজেলা ইয়ুথ ফোরাম-পীরগন্জ, রংপুর এর যৌথ আয়োজনে এলাকার পিছিয়ে পড়া জনসাধারণের কোভিট -১৯ ভ্যাকসিন অনলাইন নিবন্ধন ক্যামপেইন কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা সিটিজেন কমিটির সভপতি মোঃ সাজেদুল ইসলাম মুকুল এবং উপজেলা ইয়ুথ ফোরাম এর সাধারণ সম্পাদক মোঃ মাহামুদ হাসান সেতু।
ক্যাম্পেইনে পীরগন্জে এমজেকেএস এবং ভিএসও এর সহোযোগিতায় উপজেলা ইয়ুথ ফোরাম এর সমন্বয়ে ১২ টি সেচ্ছাসেবী সংগঠন অংশগ্রহণ করে এক সাথে নিরলস ভাবে বিভিন্ন ধরনের সামাজিক কল্যাণমূলক কাজ, দেশের জনগনকে সরকারী ভাবে কোভিট -১৯ টিকা নেয়ার উদ্বুদ্ধকরন ও ভ্যাকসিন নিবন্ধন কার্যক্রমসহ এলাকার যুব সমাজকে একত্রিকরন করে প্রচার চালিয়ে যাচ্ছে।
করোনা কালীন সময়ে অসহায় মানুষের পাশে দাড়িয়ে ২শত হত-দরিদ্র পরিবারকে এক কালীন নগদ ৫০০০.০০ টাকা সহায়তা, সাস্থ্য সচেতনতায় ৫০০০ মাস্ক, ১০০০ সাবান ও হ্যান্ডসেনিটাইজার বিতরন করার কথা জানিয়েছেন উপজেলা ইয়ুথ ফোরাম এর সাধারণ সম্পাদক মোঃ মাহামুদ হাসান সেতু।