শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ০৪:২৪ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদকঃ রংপুরের পীরগঞ্জে নানার বাড়িতে যাওয়ার পথে পুকুরে পড়ে রিতু মনি (১২) নামে এক শিশু মারা গেছে। শুক্রবার সকাল ১১ টার দিকে বাজে শীবপুর গ্রামে ঘটনাটি ঘটেছে। জানা গেছে, উপজেলার কুমেদপুর ইউনিয়নের বাজে শীবপুর গ্রামের ইদ্রিস আলীর কন্যা রিতু মনি একাই তার নানার বাড়ীতে রওনা দেয়। রিতু জমির আইলের উপর দিয়ে তার পাশের গ্রাম রসুলপুরে নানা বাড়ী যাবার সময় পা পিছলে পুকুরে পড়ে পানিতে ডুবে মারা যায়। পরে তাকে এলাকাবাসী উদ্ধার করে। ওই দিন বিকালে তাকে দাফন করা হয়েছে।