শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ০৯:২১ পূর্বাহ্ন
ওয়েস্ট ইন্ডিজ সিরিজে মাশরাফি কি থাকছেন? মাশরাফি বিন মর্তুজা। ছবি : সংগৃহীত
শিগগির আন্তর্জাতিক ক্রিকেট মাঠে ফিরতে যাচ্ছে টাইগাররা। সব কিছু ঠিক থাকলে নতুন বছরের ২০ জানুয়ারি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে ম্যাচ দিয়ে সিরিজ শুরু করবে টিম বাংলাদেশ। আর এই সিরিজ থাকা বা না থাকা নিয়ে আবারো আলোচনায় মাশরাফি বিন মর্তুজা।
বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে অনেক ভালো করায় মাশরাফি ওয়েস্ট ইন্ডিজ সিরিজের ওয়ানডে দলে সুযোগ ডিজার্ভ করেন বলে অনেকেই দাবি করছেন। তবে সময়ই বলে দিবে তিনি বিবেচিত হবেন কিনা।
তবে টি-টোয়েন্টি কাপের ফাইনালের দিন সংবাদ সম্মেলনে বিসিবি’র সভাপতি নাজমুল হাসান পাপন বলেছিলেন, মাশরাফিকে দলে রাখা হবে কিনা, তাই এই মুহূর্তে বলা মুশকিল। এটা নির্বাচকদের বিয়ষ। তাকে তো কেউ বাদ দিচ্ছে না।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট ও ওয়ানডে সিরিজ রয়েছে। সূচি অনুযায়ী, দুই টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে ১০ জানুয়ারি ঢাকায় এসে পৌঁছবেন ক্যারিবীয়রা। ২০ জানুয়ারি প্রথম ওয়ানডে দিয়ে মাঠে গড়াবে সিরিজ। তবে এই সিরিজের ওয়ানডে দলে মাশরাফির থাকা নিয়ে গুঞ্জন শোনা যাচ্ছে।
কিন্তু এক্ষেত্রে রয়েছে নানা হিসাব। ২০ ওভারের ক্রিকেট আর ৫০ ওভারের ক্রিকেট এক নয়। ১০ ওভার বোলিং করার পাশাপাশি পুরো ৫০ ওভার ফিল্ডিং করার মতো ফিটনেস কি আছে মাশরাফির- তা নিয়ে উঠেছে প্রশ্ন।
এ বিষয়ে নির্বাচক হাবিবুল বাশার সুমন জানান, মাশরাাফিকে দলে রাখার বিষয়টি শুধু নির্বাচক আর কোচদের ওপর নির্ভর করে না। এখানে মতামত থাকবে বোর্ডেরও।
তিনি আরো বলেন, এখানে মাশরাফিকে নিয়ে শুধু কোচদের বিষয়ে বললে হবে না। অবশ্যই তাদের ভবিষ্যৎ পরিকল্পনা আছে। আমাদেরও পরিকল্পনা ভবিষ্যৎ নিয়ে। বড় কথা হলো, দেশের যেটিতে ভালো হবে, তাই আমরা সিদ্ধান্ত নেব। তাই মাশরাফিকে রাখা আর না রাখা আমাদের একক সিদ্ধান্তে হবে না।
এদিকে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু জানান, আজকালের মধ্যেই মাশরাফির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।