শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ০৯:৩৭ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার: রংপুরের পীরগঞ্জে ০২ বছরের শিশু পানির বালতিতে পড়ে মৃত্যু হয়েছে। ঘটনাটি গতকাল শুক্রবার সকালে উপজেলার টুকুরিয়া ইউনিয়ন দুুধিয়াবাড়ী গ্রামে ঘটেছে। জানা গেছে বর্ণিত গ্রামের সাজেদুল ইসলামের কন্যা ছালিমা খাতুন (০২)। পারিবারিক সুত্রে জানা গেছে, ছালিমার মা রান্না করার জন্য বালতি ভর্তি পানি আঙ্গিনায় রেখে রান্নার কাজ করতে থাকে এ সময় শিশুটি খেলতে খেলতে বালতির ভিতরে পড়ে তার মৃত্যু হয়।