শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ১২:২৬ অপরাহ্ন
আলোর সংবাদ ডেক্স: রংপুর বিভাগে কর্মরত সব উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নিরাপত্তা নিশ্চিতে ১০ জন করে সশস্ত্র অানসার মোতায়েন করা হয়েছে।
বৃহস্পতিবার রাতে অানসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রংপুর বিভাগের পরিচালক একেএম জিয়াউল অালম ৮ জেলা কমান্ডেন্টকে অানসার মোতায়েনের জন্য একটি চিঠি ইস্যু করেন। এতে রংপুর বিভাগের ৮ জেলার ৫৮ টি উপজেলার নির্বাহী কর্মকর্তার নিরাপত্তায় প্রত্যেক ইউএনও’র জন্য ১ জন পিসি, ১ জন এপিসি ও ৮ জন সশস্ত্র অানসার সদস্য মোতায়েন করার নির্দেশ দেয়া হয়।