বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫, ০৭:২৮ পূর্বাহ্ন
আলোর সংবাদ ডেস্ক- এতদিন ছিলেন বিশ্বসেরা ক্রিকেটার। এবার তার নামটি যোগ হলো শতাব্দীর সেরা ক্রিকেটারের তালিকাতেও। ক্রিকেটের পরিসংখ্যান সংস্থা ক্রিকভিজ ও উইজডেন মাসিকে সাকিব আল হাসান ‘মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার’ বা এমভিপি নির্বাচিত হয়েছেন।
টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টিতে শতাব্দীর সেরা ১০ ক্রিকেটার বেছে নিতে ক্রিকভিজের সঙ্গে যৌথ গবেষণা করেছে ক্রিকেটের বাইবেল খ্যাত ম্যাগাজিন উইজডেন। তারপর ‘মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার’ নির্বাচন করেছে উইজডেন মান্থলি।
এই নির্বাচন প্রক্রিয়ায় প্রতিটি ম্যাচে একটি ক্রিকেটারের কতটা অবদান ছিল তা মূল্যায়ন করা হয়েছে। বিচারকার্য শেষে দেখা গেছে ওয়ানডেতে শতাব্দীর দ্বিতীয় মূল্যবান ক্রিকেটার বা সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন সাকিব। যেখানে টেস্টে তার অবস্থান ষষ্ঠ।
বিখ্যাত ক্রিকেট সাময়িকী উইজডেন ক্রিকেট মান্থলির এ স্বীকৃতি পেয়ে আপ্লুত সাকিব আল হাসান। বিশ্বসেরা এই অলরাউন্ডার জানিয়েছেন উইজডেনের এ মর্যাদাপূর্ণ তালিকায় বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে পেরে তিনি সম্মানিত।
গতকাল শনিবার (৪ জুলাই) অফিসিয়াল ফেসবুক পোস্টে সাকিব বলেন, ‘সেরা খেলোয়াড়দের একজন হিসেবে এই মর্যাদাপূর্ণ তালিকায় দেশের প্রতিনিধিত্ব করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত ও সম্মানিত বোধ করছি।’
তিনি আরও বলেন, ‘শতাব্দীর সবচেয়ে মূল্যবান ক্রিকেটারদের তালিকায় আমাকে ওয়ানডে ইন্টারন্যাশনাল ক্রিকেটে দ্বিতীয়য় এবং টেস্ট ক্রিকেটে ষষ্ঠ স্থানে নির্বাচিত করায় ক্রিকেটের বাইবেলখ্যাত ম্যাগাজিন উইজডেনকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি।’
উল্লেখ্য, উইজডেন ক্রিকেট মান্থলির জুলাই সংখ্যায় প্রকাশিত সেরাদের তালিকায় টেস্টে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন শ্রীলঙ্কার স্পিন জাদুকর মুত্তিয়া মুরালিধরন।
ওয়ানডেতে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ইংল্যান্ডের সাবেক অলরাউন্ডার অ্যান্ড্রু ফ্লিনটফ এবং টি-টোয়েন্টিতে সেরা হয়েছেন আফগান লেগ স্পিনার রশিদ খান।