শনিবার, ২৯ মার্চ ২০২৫, ০৭:১৮ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক: রংপুরের পীরগঞ্জে বন্ধু কল্যাণ সমিতি কর্তৃক আয়োজিত ৩য় বারের ন্যায় ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার স্থানীয় পীরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ে মাঠে অনুষ্ঠিত উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউর রহমান মন্ডল মিলনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র তাজিমুল ইসলাম শামীম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম মান্নু, পীরগঞ্জ পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আশিয়ার রহমান মাষ্টার, কাউন্সিলর সাইফুল আজাদ মন্ডল, কাউন্সিলর গাবুর আলী মন্ডল, দৈনিক আলোর সংবাদ ডটকমের প্রকাশক ও সম্পাদক আব্দুল করিম সরকার, সাবেক ছাত্রলীগ নেতা রায়হান মিয়া, সুবাস পাল প্রমুখ। উক্ত খেলায় বড় ঘোলা ফুটবল একাদশকে ট্রাইফিকারের মাধ্যমে ৬-৭ গোলে এসএসসি ব্যাচ’১৭ চ্যাম্পিয়ন হন। শেষে প্রধান অতিথি বিজয়ীদের মাঝে প্রাইজ মানি তুলে দেন।