শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪, ০৩:৫৭ অপরাহ্ন
আলোক সংবাদ ডেক্স : কোপা আমেরিকায় আগামী রোববার বাংলাদেশ সময় ভোর ৬টায় স্বাগতিক ব্রাজিলের বিপক্ষে ঐতিহাসিক মারাকানায় শিরোপা নির্ধারণী ফাইনাল ম্যাচ খেলতে নামবে আর্জেন্টিনা। এই ম্যাচের আগে বড়সড় এক ধাক্কাই খেল স্বাগতিক দেশ ব্রাজিল।
টুর্নামেন্টের অন্যতম হট ফেবারিটদের নিয়মিত একাদশের খেলোয়াড় গ্যাব্রিয়েল হেসুস চলতি কোপা আমেরিকায় আর মাঠে নামতে পারবেন না। চিলির বিপক্ষে ম্যাচে ইউজেনিও মেনাকে ফ্লাইং কিক মারার অপরাধে পুরো কোপা আমেরিকা থেকেই নিষিদ্ধ হয়ে গেছেন হেসুস।
টুর্নামেন্টের আয়োজক সংস্থা কনমেবলের ডিসিপ্লিনারি কমিটি কোয়ার্টার ফাইনালের সেই ফ্লাইং কিকের জন্য হেসুসকে দুই ম্যাচের নিষেধাজ্ঞা দিয়েছে। যার প্রথমটি কেটে গেছে পেরুর বিপক্ষে সেমিফাইনাল ম্যাচে। আর পরেরটি হবে আর্জেন্টিনার বিপক্ষে ফাইনাল ম্যাচে।
অর্থাৎ নিজেদের নিয়মিত একাদশের ফরোয়ার্ডকে ছাড়াই আর্জেন্টিনার মুখোমুখি হতে হবে ব্রাজিলকে। শুধু দুই ম্যাচের নিষেধাজ্ঞাই নয়, পাশাপাশি ৫ হাজার ডলারের (বাংলাদেশি মুদ্রায় ৪ লাখ ২৩ হাজার টাকার বেশি) জরিমানাও গুনতে হচ্ছে হেসুসকে।
চলতি কোপা আমেরিকায় লাল কার্ড দেখার আগে পাঁচটি ম্যাচের শুরুর একাদশে ছিলেন হেসুস। তবে কোনো গোলের দেখা পাননি তিনি। তাই হয়তো ফাইনাল ম্যাচে হেসুসকে ছাড়া দল সাজাতে খুব একটা ঝামেলায় পড়তে হবে না ব্রাজিল কোচ তিতেকে।