রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৭:৪৯ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুনামেন্ট বালক অনুর্ধ্ব-১৭ এর ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও ক্রীড়া সংস্থার আয়োজনে শুক্রবার পীরগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত। উক্ত খেলার প্রধান অতিথি হিসাবে মোবাইল ফোনের মাধ্যমে বক্তব্য রাখেন পীরগঞ্জের এমপি ও স্পীকার ড. শিরিন শারমিন চৌধুরী। উক্ত খেলায় উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বিরোদা রানী রায়ের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র তাজিমুল ইসলাম শামীম, উপজেলা ভাইস চেয়ারম্যান শফিউর রহমান মন্ডল মিলন, পীরগঞ্জ পৌর আ’লীগের সভাপতি হাইফুজ্জামান ফুলু ও সাধারণ সম্পাদক, আশিয়ার রহমান, জেলা ছাত্রলীগের সভাপতি ও পীরগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক, মেহেদী হাসান সিদ্দিকি রনি, বিশিষ্ট ব্যবসায়ী জিয়াউল হক উল্লাস, পীরগঞ্জ ফুটবল একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক মাহমুদুল হাসান সোহেল, উক্ত খেলায় পীরগঞ্জ পৌরসভা বনাব ১৩নং রামনাথপুর ইউনিয়ন মোকাবেলা করেন। পীরগঞ্জ পৌরসভা ২-০ গোলে রামনাথপুর ইউনিয়নকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরভ অর্জন করেন। শেষে পীরগঞ্জের এমপির পক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিজয়ী দল পীরগঞ্জ পৌরসভা, দলের পক্ষে মেয়র মহোদয় উক্ত চ্যাম্পিয়ন তুলে দেন।