বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪, ০৪:৪৬ অপরাহ্ন
নিউজডোর স্পোর্টস ডেস্ক ♦ আর্ন্তজাতিক ক্রিকেটের বোলিং র্যাঙ্কিংয়ে দু’নম্বরে উঠে এসেছে মেহেদী হাসান মিরাজ। এর আগে মিরাজ ৫ নম্বর অবস্থানে ছিল শ্রীলঙ্কার সাথে দুটি ওয়ানডেতে ৭ উইকেটের দুর্দান্ত পারফরম্যান্সে তিন ধাপ এগিয়ে ৭২৫ পয়েন্ট নিয়ে এখন ২ নম্বরে জায়গা করে নিয়েছে মিরাজ। ৭৩৭ পয়েন্ট নিয়ে এক নম্বরে রয়েছেন নিউজিল্যান্ডের পেসার বোল্ট।
অন্যদিকে মুস্তাফিজ এক লাফে ৮ধাপ এগিয়ে এসে জায়গা করে নিয়েছেন সেরা দশ-এ। মুস্তাফিজ এখন রয়েছেন নয় নম্বরে। ১০ নম্বরে অবস্থান করছেন অস্ট্রেলিয়ান পেসার প্যাট কামিন্স।
আর্ন্তজাতিক সেরা বোলিং র্যাঙ্কিংয়ে আফগানিস্তানের মুজিব রয়েছে ৩ এ। ৫ এ নিউজিল্যান্ডের ম্যাট হেনরি, ভারতের জাসপ্রিট বুমরাহ রয়েছেন ৬ নম্বরে। ইংল্যান্ডের ওয়্যাকস ৭ এবং অস্ট্রেলিয়ার হ্যাজেলহুড রয়েছেন ৮ এ।