মঙ্গলবার, ০৮ এপ্রিল ২০২৫, ১০:৪৪ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক: রংপুরের পীরগঞ্জে জাতীয় ছাত্র সমাজ উপজেলা কমিটির ঈদ পুর্ণমিলনী ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব নুর আলম মিয়া যাদুর বাসভবনে পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা জাতীয় ছাত্র সমাজের সভাপতি আসাদুজ্জামান মন্ডল সবুজের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফেরদৌস সরকার ফিরোজ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব নুর আলম মিয়া যাদু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রংপুর জেলা জাতীয় ছাত্র সমাজের আহবায়ক আরিফুল ইসলাম আরিফ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় ছাত্র সমাজের সহ-সভাপতি আলহাজ্ব মেহেদী হাসান শুভ, মিনহাজুল ইসলাম মিরাজ, সাংগঠনিক সম্পাদক শাকিল মন্ডল শিহাব, দপ্তর সম্পাদক হুমায়ুন কবির, আইন বিষয়ক সম্পাদক রাসেল মিয়াসহ আরও অনেকে।