শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪, ১০:২৮ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক: রংপুরের পীরগঞ্জে ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন বঞ্চিত হওয়ায় সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান শাহীন মতবিনিময় সভা করেছেন। মঙ্গলবার বিকেলে উপজেলার টুকুরিয়া ইউনিয়নের গন্ধর্বপুর গ্রামে প্রায় ৪ হাজার নারী-পুরুষের সাথে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জানা গেছে, পীরগঞ্জ উপজেলা কৃষকলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য মিজানুর রহমান শাহীন। তিনি টুকুরিয়া ইউনিয়নের ৪ বারের সাবেক চেয়ারম্যান ছিলেন। আসন্ন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামীলীগের দলীয় মনোনয়নের জন্য মিজানুর রহমান শাহীনসহ ৬ জন আবেদন করেছিলেন। কিন্তু বর্তমান চেয়ারম্যান আতাউর রহমান মন্ডল দলীয় মনোনয়ন পান। ফলে পারিবারিক ও ব্যক্তিগত কারণ দেখিয়ে ওই কৃষকলীগ নেতা দলীয় পদ থেকে গত ৯ অক্টোবর পদত্যাগ করেন এবং স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হতে তিনি ইউনিয়নবাসীর তৃণমুলের সমর্থক ভোটারদের সাথে গ্রহণযোগ্যতা এবং জনপ্রিয়তা যাচাই করতে এ মতবিনিময় সভার আয়োজন। বক্তাগণ বলেন, ভোট সুষ্ঠুভাবে হলে শাহীন ভাই হাজার হাজার ভোটে বিজয়ী হবেন। আমরা ভোটগ্রহণ থেকে গননা করা পর্যন্ত জীবন দিয়ে পাহারা দিবো। সভায় শাহীন কে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র নেয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। এ ব্যাপারে মিজানুর রহমান শাহীন বলেন, আমার বাবার (প্রয়াত জলিলুর রহমান তালুকদার) আদর্শে লালন করা লোকজন নিয়ে আমি রাজনীতি করি। আমরা সবাই আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত। আমাকে দলীয় প্রতীক দেয়া হলে টুকুরিয়া ইউনিয়নে আমি বিনা প্রতিদ্ব›িদ্বতায় চেয়ারম্যান নির্বাচিত হতাম। স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হলেও নির্বাচিত হবো ইনশাআল্লাহ।