রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ১০:২৭ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক: রংপুরের পীরগঞ্জে এক ভিখারীর বসতবাড়ী দখল করার চেষ্টায় ১০দিন ধরে যাতায়াতের রাস্তা বন্ধ করে দিয়েছে প্রতিপক্ষগংরা। ঘটনাটি উপজেলার মিঠিপুর ইউনিয়নের মিঠিপুর গ্রামে ঘটেছে। জানা গেছে, মিঠিপুর গ্রামের আবু হোসেন নামের এক ভিখারী পৈত্রিক সুত্রে পাওয়া জমিতে বসতবাড়ী নির্মাণ করে বসবাস করে আসছেন। ওই জমির মালিকানা দাবী করে একই গ্রামের মৃত: আ: রহিম মিয়ার পুত্র আনারুল ইসলাম, মিঠিপুর ডাক অফিসের পোষ্ট মাষ্টার গোলাম সরওয়ার বুলবুলের বাহিনী বসতবাড়ী উচ্ছেদ করার চেষ্টায় মেতে উঠেছেন। পূর্ব শত্রুতার জের ধরে গত ৭ এপ্রিল ভিখারীর বাড়ীতে প্রবেশ করে তার নাতি এনামুল হককে এলোপাতারী ভাবে মারপিট করে আনারুলগংরা। এনিয়ে উভয় পক্ষের মাঝে মারামারি হয়। মারামারির এক পর্যায়ে ভিখারীর ছেলের বউ দুলালী ও মামলার এজাহারকারী আনারুল ইসলাম আহত হয়। এ ঘটনায় পীরগঞ্জ থানা পুলিশ ১২নং মিঠিপুর ইউনিয়নের বীট কর্মকর্তা এসআই মামুনুর রশিদ মামুন ঘটনাস্থল থেকেই ভিখারীর ছেলে বাবলু মিয়াকে গ্রেফতার করে রংপুর জেল হাজতে প্রেরণ করে। উদুর পিন্ডি বুদুর ঘাড়ে চাঁপাতে গত ৭ এপ্রিল থানায় এজাহারকারী আনারুল ইসলাম ৫ জনকে আসামী করে মামলা দায়ের করেন। এলাকাবাসী জানায়, দীর্ঘদিন ধরে দুই পরিবারের মাঝে জমি সংক্রান্ত বিষয়ে মামলা চলে আসছে। ভিখারীর পরিবারটিকে একের পর এক নির্যাতন করে আসছেন প্রভাবশালী আনারুলগং গ্রুপরা। শুধু একটি নয় ওই এলাকার একাধিক মানুষের জমি সংক্রান্ত মামলা চলে আসছে আনারুলগংদের সাথে। অপরদিকে ভিখারীকে উচ্ছেদ করার চেষ্টায় চারিপার্শ্বে জেল খানার মতো প্রাচীর নির্মাণ করাসহ পূর্ব দিকে গেট রাখে আনারুলরা। ওই গেট দিয়ে যাতায়াত করেন ভিখারী আবু হোসেন। কিন্তু ১০ দিন ধরে উভয় পরে মধ্যে মারামারি হওয়ায় একমাত্র যাতায়াতের রাস্তাটি বন্ধ করে দেয় আনারুলগংরা। নিরুপায় হয়ে ভিখারী তার ছেলের বাড়ীতে আশ্রয় নিয়েছেন। এ ব্যাপারে পীরগঞ্জ থানা এএসআই নারায়ন চন্দ্র জানান, আবু হোসেন পীরগঞ্জ থানায় অভিযোগ করলে ঘটনাস্থল পরিদর্শন করেছি। তবে রাস্তা বন্ধের বিষয়টি অবগত নই।