রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ১০:৩০ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক: রংপুরের পীরগঞ্জে কাদিরাবাদ বনবীট কর্মকর্তা/বন প্রহরীর সঠিক তদারকি না থাকায় কাল বৈশাখী ঝড়ে পড়া গাছ গুলো লাওয়ারিশ যে যার মতো কেটে নিয়ে যাচ্ছে। সরে জমিনে রবিবার বড় আলমপুর ইউনিয়নের তাঁতারপুর বন বিভাগে গিয়ে সত্যতা পাওয়া গেছে। ওই বাগানে ডিউটিরত কোন বন প্রহরী না থাকায় ছোট রসুলপুর গ্রামের করিম মিয়ার পুত্র গাছ ব্যবসায়ী রেজাউল ইসলাম স্থানীয় আশরাফুল, রঞ্জু, আ: খালেককে নিয়ে গাছ গুলো কেটে নিয়ে পত্নীচড়ার বিভিন্ন ছ’মিলে বিক্রি করে দেন। এ ব্যাপারে কাদিরাবাদ বনবীট কর্মকর্তা শাহজাহান আলী জানান, তারা উপকারভোগী সদস্য। যে সব গাছ গুলো ঝড়ে পড়েছে সে গুলো অফিসে মজুদ করা হবে। মিঠাপুকুর বন রেঞ্জ কর্মকর্তা মনজুরুল করিম জানান, সরে জমিনে তদন্ত করে ব্যবস্থা নিবো।