রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ১০:২৭ পূর্বাহ্ন
আলোর সংবাদ নিজস্ব প্রতিবেদক: রংপুরের পীরগঞ্জ উপজেলার পৃথক ৫ টি গ্রামে শনিবার গভীর রাতে ১৭ জনের লাশ দাফন করা হয়েছে। রাত সাড়ে ১০ টায় লাশবাহী পিকআপ পীরগঞ্জে এসে পৌছে। ১১ টা ২০ মিনিটে পীরগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এতে ৫ সহস্্রাধীন মানুষ অংশ নেন। এরপর স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়। উপজেলা নির্বাহী অফিসার বিরোদা রানী রায়, থানা অফিসার ইনচার্জ সরেস চন্দ্র ও পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তাজিমুল ইসলাম শামীম, উপজেলা ভাইস চেয়ারম্যান শফিউর রহমান মন্ডল মিলন, আনুষ্ঠানিকভাবে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করেন। ওইদিন রাতে পৃথক ৫ টি গ্রামে দ্বিতীয়বার নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাদেরকে দাফন করা হয়েছে। উল্লেখ্য, গত শুক্রবার বাদ জুম্মা রাজশাহীর কাটাখালি নামক স্থানে পীরগঞ্জ থেকে রাজশাহীতে পিকনিকের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া মটর মেকানিক্স ব্যবসায়ী রফিকুল ইসলামের হাইস-মাইক্রোবাসটিকে হানিফ পরিবহনের একটি বাস ধাক্কা দিলে মাইক্রোবাসটির গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুন ধরে যায়। ভেতরে আটকেপড়া ১৮ যাত্রীর ১৭ জনই আগুনে ঝলসে মারা যায়। এরা হচ্ছে-উপজেলার রামনাথপুর ইউনিয়নের মহজিদপুর গ্রামের ফুল মিয়ার পরিবারের ৫ সদস্য ফুল মিয়া (৪০), তার স্ত্রী নাজমা বেগম (৩৫), ছেলে ফয়সাল মিয়া (১৫), মেয়ে সুমাইয়া (৭) ও ছোট মেয়ে সাজিদা (৩); একই ইউনিয়নের দুরামিঠিপুর গ্রামের সাইদুর রহমান (৪৫), চৈত্রকোল ইউনিয়নের রাঙ্গামাটি গ্রামের সালাউদ্দিনের পরিবারের ৫ সদস্য ব্যবসায়ী সালাউদ্দিন (৩৯), স্ত্রী শামছুন্নাহার (৩২), শ্যালিকা কামরুন্নাহার বেগম (২৫), ছেলে সাজিদ (১০) ও মেয়ে সাবাহ খাতুন (৩), পীরগঞ্জ পৌরসভার প্রজাপাড়ার মোটর সাইকেল মেকার তাজুল ইসলাম ভুট্টুর পরিবারের ৩ সদস্য ভুট্টু (৪০), স্ত্রী মুক্তা বেগম (৩৫), ছেলে ৮ম শ্রেনীর ছাত্র ইয়ামিন (১৪), রায়পুর ইউনিয়নের দ্বাড়িকাপাড়া গ্রামের মোকলেছার রহমানের পরিবারের ৩ সদস্য মোকলেছার রহমান (৪০), স্ত্রী পারভীন বেগম (৩৫) এবং মাইক্রোবাস চালক পৌরসভার পঁচাকান্দর গ্রামের হানিফ মিয়া ওরফে পঁচা (৩০)। সময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে লাশ সৎকারের জন্য প্রত্যেক পরিবারে ৫ হাজার টাকা প্রদান করা হয়। জানাযার পূর্ব মুহুর্তে রংপুর ৬ পীরগঞ্জ আসনের এমপি স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী মুঠো ফোনে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বক্তব্য দিয়েছেন। এদিকে তাদের মৃত্যুতে পীরগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও সাবেক এমপি আলহাজ্ব নূর মোহাম্মদ মন্ডলসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজ, সাংবাদিক গভীর সমবেদনা জানিয়ে তাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন।