রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ১০:৩২ পূর্বাহ্ন
আলোর সংবাদ নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ আওয়ামীলীগ পীরগঞ্জ উপজেলা শাখার সভাপতি আজিজুর রহমান রাঙার সহধর্মীনি বার্ধক্য জনিত কারনে শুক্রবার বেলা সাড়ে এগারোটায় পীরগঞ্জ নিজ বাসভবনে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন।ইন্নাল্লিলাহে ওয়াইন্নালিল্লাহে রাজিউন । শোকাহত পারিবারিক সূত্রে জানা গেছে বিকালে কেন্দ্রীয় ঈদগাহ মাঠে মরহুমার প্রথম জানাজা এবং বাদএশা বড় দরগা ইউনিয়নের বড় আমবাড়ি গ্রামে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মরহুমার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পীরগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও সাবেক এমপি আলহাজ্ব নূর মোহাম্মদ মন্ডল, উপজেলা নির্বাহী কর্মকর্তা বিরোদা রানী রায়, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মেয়র আবু সালেহ মোহাম্মদ তাজিমুল ইসলাম শামীম, ওয়াজেদ ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব ছায়াদত হোসেন বকুল, বিশিষ্ট শিল্পপতি সিরাজুল ইসলাম সিরাজ পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ সরেস চন্দ্র , উপজেলা ভাইস চেয়ারম্যান শফিউর রহমান মন্ডল মিলন, মহিলা ভাইস চেয়ারম্যান রওশন আরা আলম রিনা, সাবেক পৌর আওয়ামী লীগের সভাপতি অধ্য খলিলুর রহমান খলিল, পীরগঞ্জ পৌর আওয়ামীলীগের সভাপতি হাইফুজ্জামান ফুলু হাজী, সাধারণ সম্পাদক আশিয়ার রহমান, আশিয়ার রহমান মাষ্টার, বাশিস উপজেলা শাখার সভাপতি আনোয়ারুল ইসলাম মান্নু সাধারণ সম্পাদক আবু আজাদ বাবলু এছাড়াও সাংবাদিকবৃন্দ, বিভিন্ন সংগঠন শোক প্রকাশ করেছেন।