শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫, ১১:৩২ পূর্বাহ্ন
পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের পীরগঞ্জ পৌর যুবদলকে সু-সংগঠিত ও গতিশীল করার লক্ষ্যে পৌরসভার ৩নং ওয়ার্ডে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার রাতে স্থানীয় ধনশালা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কর্মী সভায় পৌর যুবদলের আহবায়ক মিজানুর রহমান মিজানের সভাপতিত্বে ও সদস্য সচিব আলমগীর সরকার সুমনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পীরগঞ্জ পৌর বিএনপির সভাপতি শহিদুল ইসলাম মন্ডল সেবু। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পৌর বিএনপির সহ-সভাপতি খন্দকার ফিরোজ রব্বানী উপজেলা যুবদলের সাবেক সভাপতি রফিকুল ইসলাম রফিক। ৩নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ বেলাল হোসেন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক রেজাউল করিম, যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রাহেনুজ্জামান খোকন পীরগঞ্জ পৌর ছাত্রদলের আহবায়ক আব্দুর রহিম সরকার, সদস্য সচিব মাহামুদুন হাসান হৃদয় ও যুগ্ম আহবায়ক জেমিন মন্ডল, হানিফ মন্ডল প্রমুখ।