রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৩:১৯ অপরাহ্ন
পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের পীরগঞ্জে মুজিব বর্ষ উপল্েয আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় ভূমিহীন দরিদ্র পরিবারের বসবাসের জন্য ঘর-বাড়ী নির্মানের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। আজ বুধবার দুপুরে উপজেলার চতরা ইউনিয়নের ভগবানপুর গ্রামে সাবেক এমপি ও বর্তমান পীরগঞ্জ উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব নূর মোহাম্মদ মন্ডল, প্রধান অতিথি হিসেবে ভিত্তি প্রস্তর স্থাপন করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিরোদা রানী রায়, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র এএসএম তাজিমুল ইসলাম শামীম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান, চতরা ইউপি চেয়ারম্যান এনামুল হক শাহীন, কাবিলপুর ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম রবি, উপজেলা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক সরওয়ার জাহান, সাংবাদিক আব্দুল করিম সরকার ও স্থানীয় গন্যমান্য ব্যক্তি ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন। শেষে দেশ ও জাতির শান্তি কামনা করে মোনাজাত পরিচালনা করেন আলহাজ্ব নূর মোহাম্মদ মন্ডল। উল্লেখ্য, মুজিব বর্ষ উপলে পীরগঞ্জে আশ্রায়ণ -২ ‘প্রকল্পের আওতায় ১’শ ভূমিহীন পরিবারকে ঘরবাড়ী দেয়া হয়েছে এবং আবারও ১’শ পরিবারের জন্য ঘরবাড়ী নির্মান কাজ চলছে। উপজেলা প্রশাসন সুত্রে জানা গেছে।