রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৩:২৫ অপরাহ্ন
পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের পীরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় ৪ গৃহবধুকে পিটিয়ে জখম করার ঘটনায় ১জনকে গ্রেফতার করেছে পীরগঞ্জ থানা পুলিশ। ঘটনাটি গত বৃহস্পতিবার পীরগঞ্জ পৌরসভার ধনশালা গ্রামে ঘটেছে। পুলিশ ও মামলার এজাহার বিবরণে জানা গেছে রায়পুর ইউনিয়নে দ্বারিকাপাড়া গ্রামের মৃত: আজিম উদ্দিনের পুত্র মোজাহারুল ইসলামের সাথে একই গ্রামের আ: রাজ্জাক মিয়ার পুত্র সুজন, লিখন, লিমন মিয়ার সাথে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। মোজাহারুল ইসলাম পৈত্রিক সুত্রে পাওয়া জমি মৌজা- ধনশালা, জেএল নং- ১৮২,
খতিয়ান নং- ৩৫৪, দাগ নং- ৫৪২, জমির পরিমাণ- ৪১ শতাংশ জমি ভোগ দখল করে আসছেন। এদিকে প্রতিপক্ষগংরা ওই জমির মালিকানা দাবী করে মোজাহারুলের জমিতে ঘর-বাড়ী নির্মাণ করার চেষ্টা করে। এতে মোজাহারুল বাধা দিলে এক পর্যায়ে সুজনের ভাড়াটিয়া গুন্ডা-বাহিনী এলোপাতারী ভাবে মোজাহারুলের পরিবারের সদস্য আজুমা বেগম রেনু, সাজেদা বেগম, বিউটি বেগম, রোকসানা বেগমকে পিটিয়ে জখম করে। এ ঘটনায় আশে-পাশের লোকজন তাদেরকে উদ্ধার করে পীরগঞ্জ হাসপাতালে ভর্তি করা হলে তাদের অবস্থার অবনতি ঘটলে কর্তব্যরত চিকিৎসক সাজেদা, বিউটি, রোকসানাকে রংপুর মেডিকেল হাসপাতালে রেফার্ড করে। এ ঘটনায় গত শনিবার সন্ধ্যায় থানা পুলিশ সুজনকে গ্রেফতার করে আজ রবিবার রংপুর জেল হাজতে প্রেরণ করেছে। যার মামলা নং- ২৩, তাং- ১৩/০২/২০২১। এ ব্যাপারে পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ সরেস চন্দ্র ১জনের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।